১৫ দফা দাবি নিয়ে ৩৩ লাখ বিনিয়োগকারীর হয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দুপুর ২টা থেকে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে বিনিয়োগকারীরা। বিক্ষোভ ও মানববন্ধন শেষে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিনিধি দলটি।
পুঁজিবাজারের অব্যাহত পতনের পরেও নিয়ন্ত্রক সংস্থা থেকে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় হতাশ বিনিয়োগকারীরা। এখন একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকেই ভরসাযোগ্য মনে করছেন তারা। যার কারণে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিতে যাচ্ছেন।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজারকে কিছু কুচক্রী মহল লুটপাট করার জায়গা হিসেবে নিয়েছে। তারা মনে করে পুঁজিবাজার থেকে টাকা লুটপাট করলে সাধারন বিনিয়োগকারীদের কিছুই করার থাকবে না। কারন ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে যে সব বাধ্যবাধকতা থাকে বাজারে তা নেই।
সান বিডি/এসকেএস