বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির দর বেড়েছে ৫৭ দশমিক ৯৫ শতাংশ।ফান্ডটি সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫৮ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ফান্ডটির দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ১ কোটি ২৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ফান্ডটির দর বেড়েছে ১৯ দশমিক ২৩ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৮৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ লাখ ৪৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ১৫ দশমিক ৯৯ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজেমন্ট ফান্ডের ১৩ দশমিক ৩৩ শতাংশ, বিচ হ্যাচারির ১২ দশমিক শূন্য ৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ১০ দশমিক ৮৭ শতাংশ এবং দুলা মিয়া কটনের ১০ দশমিক ৬৪ শতাংশ দাম বেড়েছে।
সান বিডি/এসকেএস