বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৩৬ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৭৯৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৭৬ কোটি ১০ লাখ ২৫ হাজার ২৪২ টাকা বা ২২.৫৩ শতাংশ কমে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১১২ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৩৮ টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৮০৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৯৫ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৮ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। অপর সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭৬ ও ১৮২৯ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির বা ১৮ শতাংশের, কমেছে ২৭৩টির বা ৭৭ শতাংশের এবং ১৫টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৮৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৯৫২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩ কোটি ২৭ লাখ ১৪ হাজার ১৯৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৬ কোটি ২০ লাখ ১ হাজার ৭৫৭ টাকা বা ৭.৪৪ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৮ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪০ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৮২ পয়েন্ট বা ১.২৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ১১ বা ০.৯৬ শতাংশ এবং সিএসআই ১৯ বা ১.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৫৫৮, ১৩ হাজার ৯৪৪, ১ হাজার ১৫৮ ও ১ হাজার ২৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ২৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টির।
সান বিডি/এসকেএস