পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২০ ১৭:৩৪:০৫


পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ধারাবাহিক উত্থান-পতন বজায় রয়েছে। হঠাৎই বাড়ছে পেঁয়াজের দাম। কয়েকদিন না যেতেই পণ্যটির দাম ফের কমে আসছে। এ ধারাবাহিকতায় গতকাল আমদানি করা পেঁয়াজের দাম আগের দিনের তুলনায় সর্বোচ্চ ৩ টাকা কমে মানভেদে কেজিপ্রতি ১৯-২৩ টাকায় নেমে এসেছে।

গতকাল হিলির আড়তগুলো ঘুরে ভারতের নাসিক ও ইন্দোর থেকে আমদানি করা পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়। বাজারে ভারতীয় সুখসাগর জাতের পেঁয়াজের চাহিদাও রয়েছে। এদিন হিলিতে পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ১৯-২৩ টাকায় বিক্রি হয়েছে। একদিন আগেও পণ্যটি কেজিপ্রতি ২১-২৬ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, একদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা কমেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষার শুরুতে আমদানি কমে আসার কারণে হিলির পাইকারি বাজারে পেঁয়াজের দাম অন্যান্য সময়ের তুলনায় বাড়তি থাকে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এ সময় দেশীয় আমদানিকারকরা পেঁয়াজ আমদানি কমিয়ে দেন।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগেও এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা ৪০-৪৫ ট্রাকে উন্নীত হয়েছে। এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।