সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল,যশোরে “মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করনীয়” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন ও জনাব কানুতোষ মজুমদার।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ খুলনা অঞ্চলের শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।