সুদের হার কমাতে সময় লাগবে:মাহবুবুর রহমান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২১ ১৯:৩০:১৩


অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, সুদের হার কমাতে সময় লাগবে। ব্যাংকের নির্বাহী পরিচালকদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রাপ্তানি বাড়ছে;কমছে আমদানি। এর মাধ্যমে ব্যাংকগুলো কিছুটা সুবিধা পাচ্ছে। এর প্রভাব আগামী জুন প্রান্তিক পড়বে বলে আশা করছি।

তিনি বলেন, আজকের সভায় শুধুমাত্র সুদের হার নিয়েই আলোচনা হয়নি। এর বাহিরে আরও অনেকগুলো বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়। একই সঙ্গে খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের নিচে নামানো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক যাচ্ছে সুদের হার কমাতে। একই সঙ্গে যাতে খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে রাখতে। এই খাতের সব বিষয়গুলো নিয়ে আজকের বৈঠনে আলোটনা হয়েছে।