পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩ মাসের (এপ্রিল’১৯-জুন-১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
কোম্পানি সূত্র মতে, ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৬৯ পয়সা।
গত ৬ মাসে (জানুয়ারি,১৯-জুন,১৯) ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৩৯ পয়সা।