বিশ্ববাজারে কমছে কৃষিপণ্যের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২২ ১১:৪৮:৫২


বিশ্বের বিভিন্ন দেশের বাজারে কৃষিপণ্যের সাপ্তাহিক দামে মন্দা ভাব দেখা গেছে। সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে গম, ভুট্টা ও সয়াবিন—এ তিন কৃষিপণ্যের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমে গেছে।এই খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে রফতানিতে শ্লথগতি বজায় থাকার জেরে গত সপ্তাহে সিবিওটিতে কৃষিপণ্যের দাম কমেছে। একই সঙ্গে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ নিরসনে চলমান ধারাবাহিক আলোচনা থেকে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসায় কৃষিপণ্যের দাম কমতে শুরু করেছে। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৯২ শতাংশ কমেছে। এ সময় সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার শূন্য ২ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলে ২০ দশমিক ৫ সেন্ট কম।

একইভাবে ভুট্টার সাপ্তাহিক গড় দামেও মন্দাভাব বজায় ছিল। কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ২৩ দশমিক ৫ সেন্ট কমেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৩৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ১২ শতাংশ কম।

ভুট্টা ও গমের দরপতনের ধারাবাহিকতায় সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে সয়াবিনের গড় দামও আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩২ শতাংশ কমেছে। এ সময় নভেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৯ ডলার ১৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১২ দশমিক ২৫ সেন্ট কমেছে।

যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যের রফতানি পরিস্থিতি নিয়ে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ কম। শুধু আগের সপ্তাহ নয়, বরং গত চার সপ্তাহের গড়ের তুলনায় সর্বশেষ সপ্তাহে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি ২১ শতাংশ কমেছে।

এ সময় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সাকল্যে ১ লাখ ২৭ হাজার ৯০০ টন সয়াবিন রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ কম। গত চার সপ্তাহের গড়ের তুলনায় দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ৬৮ শতাংশ।

তবে ভুট্টা ও সয়াবিন রফতানি কমলেও সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ৩ লাখ ৪৭ হাজার ৩০০ টন গম রফতানি হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ, যা গত চার সপ্তাহের গড়ের তুলনায় ২ শতাংশ বেশি। বেশির ভাগ কৃষিপণ্যের রফতানিতে মন্দা ভাব বজায় থাকায় গত সপ্তাহে সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের দাম কমতির দিকে ছিল। বাণিজ্যযুদ্ধ নিরসনে চলমান আলোচনায় অগ্রগতি না থাকায় আগামী দিনগুলোতেও কৃষিপণ্যের বাজারে মন্দা ভাব বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।