স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডার, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও এসবিএল শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য জনাব কাজী খুররম আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড -এর পরিচালক নির্বাচিত হয়েছেন।
গত ২০ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ২০তম বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে তিনি ব্যাংকের পরিচালক পদে নির্বাচিত হন। জনাব আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল-এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর সন্তান। তিনি বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনারারি কনসাল।
জনাব আহমেদ যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ম্যানেজমেন্ট-এ বি.এসসি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘লিডিং প্রফেশনালস্ অব দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি লাভ করেন। একই বছর আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট তাকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
জনাব আহমেদ ১৫ বছরেরও অধিককাল ধরে বহুবিধ ব্যবসার সাথে জড়িত। তিনি ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেডের সম্মানিত ডিরেক্টর, আহমেদ অ্যান্ড সন্স এর সত্ত্বাধিকারী এবং ইএমএক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি এফবিসিসিআই-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান। জনাব আহমেদ অ্যামাজন.কম-এ সর্বাধিক বিক্রীত বই ”দি ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস্” এর লেখক। বইটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সিলেবাসভুক্ত। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন সম্মানিত ফেলো।