৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সিনহা সিকিউরিটিজ লিমিটেড, মো: ফখরুল ইসলাম সিকিউরিটিজ, এ এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ।
মঙ্গলবার কমিশনের ৬৯৪ তম কমিশন সভায় এ নির্দেশ দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: কর্তৃক কমিশনে দাখিলকৃত জুন ২০১৯ সময়ের ট্রেকহোল্ডারদের নেট ক্যাপিটাল ব্যালেন্স পর্যালোচনা করেদেখা যায় যে, নিম্নলিখিত ট্রেক হোল্ডাররা জুন ২০১৯ সালের রিপোর্ট স্টক এক্সচেগ্ডে দাখিল না করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ রুল ১৯৮৭ ৩(৫) ভঙ্গ করেছে।
উল্লেখিত সিকিউরিটিজ সংক্রান্ত বিধি ভঙ্গের জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ রুল ১৯৮৭ ৩(৫) অনুযায়ী উক্ত ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে ডিএসই কি ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী ৫(পাচ) দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সান বিডি/এসকেএস