গ্রিজমানের অভিষেক ম্যাচে চেলসির কাছে হারলো বার্সা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৪ ১২:১৫:১৪

গ্রিজমানের অভিষেক ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে চেলসি। জাপানের সাইতামায় মঙ্গলবার ২-১ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
এ ম্যাচ দিয়েই লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে অভিষেক হয় কদিন আগে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানের। কিন্তু বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড চেলসির গোলমুখে ভীতি ছড়াতে পারেননি তেমন একটা।
৩৪তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে গোল করে চেলসিকে এগিয়ে নেন আব্রাহাম। ৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কলি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জোরালো শটে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












