শক্তিশালী পাকিস্তানের সঙ্গে ১-৩ গোলে হারের পরের দিনই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জুনিয়র হকি দল। মালয়েশিয়ার কোয়ানটানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে গতকাল তারা ওমানকে হারিয়েছে ৫-৪ গোলে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই গতকাল খেলার তৃতীয় মিনিটেই ফিল্ড গোলে এগিয়ে যায় ওমান। ধাক্কা সামলে পরের মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান রোমান সরকার। এরপর ২৫ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায় বাংলাদেশ ৪-২ গোলে। ম্যাচের নাটকের তখনও অনেক বাকি। ৩৮ মিনিটে হয় ২ গোল। একটি ওমানের জালে, অপরটি বাংলাদেশের জালে। প্রথম গোলটি বাংলাদেশের জালে। আল বাতাসি খালিদের গোলে স্কোরলাইন ৪-৩ করে ওমান। ফিরতি আক্রমণেই আশরাফুল ইসলাম বাংলাদেশকে এগিয়ে দেন ৫-৩ গোলে। ওমান নিজেদের চতুর্থ গোলটি করেন আল শাইবি আম্মার।
বাকিটা সময় ঘর সামলে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের যুবারা। গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল দুপুর আড়াইটায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।