সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ৫৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মেরিকো বাংলাদেশ লিমিটেডের ৩৩ লাখ ৪৮ হাজার টাকা, সায়হাম কটন মিলস লিমিটেডের ২৯ লাখ ৭১ হাজার টাকা, এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ লাখ ২০ হাজার, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ১১ লাখ ২৯ হাজার, ফরচুন সুজ লিমিটেড ১৪ লাখ ৪৯ হাজার, গ্রামীণ ফোন ১৭ লাখ ২৬ হাজার, আইএফআইসি লিমিটেড ৫ লাখ ৭০ হাজার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে ।
সান বিডি/এসকেএস