পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেড চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি’১৯-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ প্রান্তিকে গ্ল্যাক্সো শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৮ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২২ টাকা ৪২ পয়সা। আয় বেড়েছে ২১.৪১ শতাংশ।
গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭২টাকা ৫৭ পয়সা, গত গত ৩১ মার্চ, ২০১৮ তারিখে ১৭৮ টাকা ৪৯ পয়সা ছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৭ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ২৯ টাকা ৯৪ পয়সা ছিল।
সান বিডি/এসকেএস