ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে পেনিনসুলা চিটাগং

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১৭:১১:১১


ব্যবসা সম্প্রসারণে যচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ব্যবসা সম্প্রসারণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটি কফি শপ ও বার অ্যান্ড ইন্ডিয়ান বার-বি-কিউ রেষ্টুরেন্ট করতে চায়। আগামীকাল ২৬ জুলাই কফি শপ ও রেষ্টুরেন্টটির উদ্বোধন করা হবে। কফি শপ পেনিনসুলা চিটাগং লিমিটেডের নিচ তলায় এবং রেষ্টুরেন্টটি ১৭ তলায়