আসন্ন পবিত্র ঈদ উল আযহার আগেই আগামী ৪ আগস্টের মধ্যে বেতন ও বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
আজ শুক্রবার(২৬জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবশে বক্তারা বলেন, প্রতি বছর ঈদ এলেই গার্মেন্টস মালিকরা শতভাগ বেতন পরিশোধ করেন না। কোনো কোনো গার্মেন্টস বেতন দিলেও বোনাস দেয় না। এবার আগামী ৪ আগস্টের মধ্যেই বেসিক সমপরিমাণ বোনাস ও বেতন পরিশোধ করতে হবে।
সমাবেশে রাজধানীর মালিবাগের ইজি ফ্যাশন কারখানার শ্রমিক পিটিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে বলা হয়, প্রতিদিন পোশাক শ্রমিকরা লাখ লাখ পিস প্যান্ট, শার্ট তৈরি করেন, তারা চুরি করেন না। অথচ চুরির অপবাদ দিয়ে আমাদের শ্রমিককে হত্যা করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন গামেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মুন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক নেতা জিয়াউল হক খোকন, আকলিমা আক্তার প্রমুখ।