বিদায়ী সপ্তাহ নামমাত্র উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন ৩৬১ কোটি টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯৯৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৫৩১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৬১ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ৭৩৫ টাকা বা ২২.১০ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৬ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৭৯৬ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৬১ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৯৬ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৫৩১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৯৫২ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা বা ৭.৫০ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৭ পয়েন্ট বা ০.০৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১০১ পয়েন্ট বা ০.৭২ শতাংশ এবং সিএসআই ৫ বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৫৫১, ১৩ হাজার ৮৪৩ ও ১ হাজার ১৮ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ২ বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
সান বিডি/এসকেএস