ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে সাধারন বীমা কোম্পানিগুলোর ২২৭ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার এবং জীবন বীমা কোম্পানিগুলোর ৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ সাধারণ ও জীবন বীমা মিলে বীমা খাতের কোম্পানিগুলোর ২৯৫ কোটি ২০ লাখ ৫০ টাকার বা মোট লেনদেনের ১৬ শতাংশ হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওষুধ খাত। এই খাতের কোম্পানিগুলোর ২৩৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বা মোট লেনদেনের ১৩ শতাংশ হয়েছে এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে মিউচ্যুয়াল খাত। এই খাতের কোম্পানিগুলোর ২২০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা বা মোট লেনদেনের ১২ শতাংশ হয়েছে।
অন্য খাতের কোম্পানিগুলোর মধ্যে ৯ শতাংশ করে লেনদেন হয়েছে বিদ্যুৎ, প্রকৌশল ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর। খাতগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর ১৬৭ কোটি ৫ লাখ টাকার, প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ১৬৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার এবং বস্ত্র খাতের কোম্পানিগুলোর ১৬২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৭ শতাংশ করে লেনদেন হয়েছে ব্যাংক ও বিবিধ খাতের কোম্পানিগুলোর। এই দুই খাতের মধ্যে ব্যাংক খাতের কোম্পানিগুলোর ১২৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার এবং বিবিধ খাতের কোম্পানিগুলোর ১৩০ কেটি ১৪ লাখ ৫০ হাজার টাকার; ট্যানারি খাতের কোম্পানিগুলোর মোট লেনদেনের ৫ শতাংশ বা ১০০ কোটি ৫ হাজার টাকার; খাদ্য ও অব্যাংকিং খাতের ৩ শতাংশ করে ৬ শতাংশ লেনদেন হয়েছে। এই দুই খাতের মধ্যে খাদ্য খাতের কোম্পানিগুলোর ৫২ কোটি ৪২ লাখ টাকার ও অব্যাংকিং খাতের কোম্পানিগুলোর ৪৮ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার; তথ্যপ্রযুক্তি, সিরামিক, ভ্রমণ ও টেলিযোগাযোগ খাতের ২ শতাংশ করে মোট ৮ শতাংশ লেনদেন হয়েছে। এসব খাতের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর ২৯ কোটি ৫ হাজার টাকার, সিরামিক খাতে ৩৭ কোটি ৩০ লাখ টাকার, ভ্রমণ খাতে ৩৮ কোটি ৭২ লাখ টাকার ও টেলিযোগাযোগ খাতের কোম্পানিগুলোর ৪৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া সিমেন্ট ও সেবা খাতের কোম্পানিগুলোর ১ শতাংশ করে ২ শতাংশ লেনদেন হয়েছে। এই দুই খাতের মধ্যে সিমেন্ট খাতের কোম্পানিগুলোর ১৬ কোটি ৫১ লাখ টাকার এবং সেবা খাতের কোম্পানিগুলোর ১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর পেপার ও জুট খাতের কোম্পানিগুলোর লেনদেন শূন্য শতাংশ হয়েছে।
সান বিডি/এসকেএস