রাজশাহী শহরের নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে নাটোরের হালতিবিলে বেড়াতে এসে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়।
এ সময় শিক্ষক মোখলেসুর রহমান তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে মারা গেছেন।
স্থানীয়রা জানান, ওই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে আনন্দ করতে শনিবার দুপুরের দিকে হালতিবিলে আসেন। বেড়ানোর একপর্যায়ে ছাত্রী পাপ্পী সাহা নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। প্রচণ্ড ঢেউ থাকায় ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়।
এ সময় তার শিক্ষক মোখলেস পানিতে ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তিনিও ডুবে যান। নৌকার অন্যরা ছাত্রীকে উদ্ধার করতে পারলেও শিক্ষক মোখলেসকে উদ্ধার করতে পারেনি