সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির ৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইউনাইটেড ইন্স্যুরেন্সের মোট ২ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৯ লাখ ২৩ হাজার, রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানিটির মোট ২৫ লাখ ২০ হাজার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫ লাখ ২৮ হাজার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৫ লাখ ৫ হাজার, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯ লাখ ও সিলভা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ১১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস