সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।কোম্পানিটি সর্বশেষ ২০৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯২২ বারে ৮৯ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭০ বারে এক লাখ ২০ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন করে।
তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৬১ বারে ৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৮ দশমিক ৩৭ শতাংশ, মুন্নু জুটের ৭ দশমিক ৪৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭ দশমিক ৪৯ শতাংশ, ইনটেকের ৫ দশমিক ৭৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৫ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ দশমিক ৩৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৫ দশমিক ৩৬ শতাংশ দর বেড়েছে।
সান বিডি/এসকেএস