পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস লিমিটেডের শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আর আইসিবির ছেড়ে দেয়া শেয়ার ক্রয় করবে আলিফ গ্রুপ।
ডিএসই সূত্রে জানা গেছে, বিডি ওয়েল্ডিংয়ের মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ২৯ লাখ ২০ হাজার ১০৪টি। এর মধ্যে আইসিবি’র হাতে বিডি ওয়েল্ডিংয়ের ১ কোটি ৮ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে। অর্থাৎ আইসিবির হাতে থাকা ২৫.২৬ শতাংশ শেয়ার যা পুরোটাই কিনে নিতে চাইছে আলিফ গ্রুপ, ঢাকা।
এদিকে, আলিফ গ্রুপ, ঢাকা এর কাছে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বিডি ওয়েল্ডিং। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪২ কোটি ৯২ লাখ টাকা।
সান বিডি/এসকেএস