প্যারিস হামলার সন্দেহভাজন মূল হোতাকে শনাক্ত করেছে ফরাসি পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তার নাম আবেদল হামিদ আবাউদ (২৭)। মরোক্কান বংশোদ্ভূত আবাউদ বেলজিয়ামের নাগরিক। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
কর্মকর্তারা বলেন, আবাউদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উপকণ্ঠ মোলেনবিকের একজন মুদি ব্যবসায়ীর ছেলে। তিনি প্যারিস হামলায় অর্থায়ন ও সংগঠিত করার কাজ করেছেন।
ফরাসি তদন্ত কর্মকর্তারা আরও বলেন, আবাউদ সিরিয়ায় আইএস-এর শীর্ষ জল্লাদ (মৃত্যুদণ্ড কার্যকরকারী) ছিলেন। একই এলাকার বাসিন্দা আবদেসলাম সালাহকে আরেক হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে বিবিসি অনলাইনে বলা হয়েছে, হামলাকারীদের ধরতে ফরাসি পুলিশ ইতমধ্যে ১৫০টি অভিযান চালিয়েছে। উত্তরে বেলজিয়ান সীমান্ত থেকে দক্ষিণের তুলুস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে।
ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ওই হামলার সঙ্গে জড়িত একজন প্রধান সন্দেহভাজনের খোঁজে জোর অনুসন্ধান চলছে।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়াম, বাতাক্ল কনসার্ট হলসহ ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের বোমা ও গুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৩২। এ ছাড়া আহত ৩৬২ জনের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।
পরদিন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট (আইএস)।
সানবিডি/ঢাকা/রাআ