পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামূখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষনা দিয়েছে সংস্থাটি।
যাত্রী চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ৯ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫টি, চট্টগ্রাম ৫টি, কক্সবাজার ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী সম্মানিত যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনি¤œ মাত্র ২০১৯ টাকায়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com