বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সংগ্রহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ শুধু মিল্কভিটার ক্ষেত্রে আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিল্কভিটার করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এ আদেশ দেন। আদালতে মিল্কভিটার পক্ষে শুনানিতে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে মিল্কভিটার পক্ষের এক আইনজীবী বলেন, ‘গতকাল আদালত বাজারে থাকা মিল্কভিটাসহ ১৪টি প্রতিষ্ঠানের দুধ উৎপাদন, বিপননসহ যাবতীয় কাজ বন্ধ ঘোষণা করেছিল। এটি আজ চেম্বার জজ আদালতে গেলে আদালত আট সপ্তাহের জন্য আদেশটি কেবল মিল্কভিটার জন্য স্থগিত ঘোষণা করেন। সুতরাং মিল্কভিটার ক্ষেত্রে এখন দুধ উৎপাদন-বিপণনে আর কোনো বাধা নেই।’