নতুন বিদেশী বিনিয়োগ নিতে চায় সিটি ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-৩০ ১০:১০:৩০


নতুন বিদেশী বিনিয়োগকারী খুজছে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক সিটি ব্যাংক ‍লিমিটেড। বর্তমানে সিটি ব্যাংকে বিনিয়োগ রয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। একই সাথে প্রতিষ্ঠানটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যাংকটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এর আগে ব্যাংকটির গত ছয় মাসের অবস্থা পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোঃ আব্দুল ওয়াদুদসহ উর্ধতন কর্মকর্তারা।

মাসরুর আরেফিন বলেন, আমরা ব্যাংকটিকে আরও শক্তিশালী করার জন্য কয়েকটি জায়গায় অনেক জোর দিচ্ছি। পরিবর্তন আনছি আমাদের ব্যবসার ধরণে। গুরুত্ব দেওয়া বিভাগগুলোর মধ্যে অন্যতম হলে নারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) অর্থায়ন,রিটেইল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়ন।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) আমাদের সাথে আছে। আমরা ব্যাংকটিকে আরও শক্তিশালী করার জন্য আরও নতুন বিদেশী বিনিয়োগ খুজতেছি। আশরা করছি বিদেশী বিনিয়োগ পেলে ব্যাংককে আরও নতুন উচ্চতায় নিতে পারবো।

তিনি বলে, আমরা আমাদের গ্রাহক সংস্যা ১ কোটিতে নিতে চাই। তবে এটি সচারচর ব্যাংকিংয়ের মাধ্যমে নয়। এটি করতে চাই আধুনিক ব্যাংকিংয়ের মাধ্যমে । এর জন্য জোর দিতে চাই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিং এ ।

উল্লেখ, ২০১৪ সালে সিটি ব্যাংকে বিনিয়োগ করেছে আইএফসি। আইএফসির সিটি ব্যাংকে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার শেয়ারে বিনিয়োগ বরেছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে দাম ধরা হয়েছিলো ২৮ টাকা ৩০ পয়সা। এর মাধ্যমে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারের মালিকানা পায় আইএফসি। আর আইএফসির কাছ থেকে সিটি ব্যাংক মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ পাবে। এ ছাড়া সিটি ব্যাংককে ৩ বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।

সিএফও  তার উপস্থাপনায় তুলে ধরণে, গত ৩০ জুন সমাপ্ত অর্ধবছরের অবস্থা। গত ছয় মাসে সিটি ব্যাংক লিমিটেড ৪০৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ২৮৮ কোটি টাকা। পরিচালন মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ। সব খাতেই আয় বেড়েছে ব্যাংকটির। বিপরীতে কমেছে ব্যয়। আর এর মাধ্যমেই পরিচালন মুনাফা এই উচ্চ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

গত ছয় মাসে সিটি ব্যাংকের সুদ বাবদ আয় বেড়েছে ২১ দশমিক ৮ শতাংশ। এর বিপরীতে সুদ বাবদ ব্যয় কমেছে ১৯ দশমিক ৫ শতাংশ। সুদ বাবদ নিট আয় বেড়েছে ২৫ দশমিক ১ শতাংশ। এ সময়ে বিনিয়োগ থেকে আয় বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। মোট পরিচালন আয় বেড়েছে ১৮ দশমিক ৯ শতাংশ। পরিচালন আয় বাড়লেও পরিচালন ব্যয় বাড়েনি, উল্টো তা ৫ দশমিক ৭ শতাংশ কমেছে।

চলতি বছরের প্রথমার্ধে সিটি ব্যাংক লিমিটেড ৭২ কোটি টাকা সঞ্চিতি রেখেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ কোটি ৭০ লাখ টাকা বা ১৯ দশমিক ৩ শতাংশ বেশি।

বছরের প্রথম দুই প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ১৮৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে ১৩৯ কোটি টাকা। আগের বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছর প্রথমার্থে ব্যাংকটির ৪৫ কোটি ৬০ লা টাকা নিট মুনাফা বেড়েছে। প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৮ শতাংশ।