আসন্ন ঈদুল আযহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদানে আগামী দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরির্দক শিবনাথ রায়।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অধিদফতরে বর্তমান ও ভবিষ্যত কর্মসূচি অভিহিত করণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
শিবনাথ রায় বলেন, বর্তমানে শ্রম প্রতিমন্ত্রী চিকিৎসা জন্য বিদেশে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বিভিন্ন সেক্টেরের নেতাদের সঙ্গে বৈঠক করে বেতন-বোনাস প্রদানের তারিখ নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কর্মস্থানেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। অনেক প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বেতন-ভাতাও দেয়া হয় না। সংবাদকর্মীরা লেবার আইনের আওতায় না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।
সভায় আরও উপস্থিত ছিলেন, অধিদফতরের উপ মহাপরিদর্শক মেহেদী হাসান, যুগ্ম মহাপরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।