চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে আরও ভয়াভয় পরিবেশ সৃষ্টি করেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-৩০ ১৫:০২:২৬


চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করে আরও ভয়াভয় পরিবেশ সৃষ্টি করেছে উল্লেখ করে মহাপরিদর্শক শিবনাথ বলেন, চামড়া শিল্প আগে বুড়িগঙ্গা ধ্বংস করতো, এখন ধ্বলেশ্বরী নদীকে ধ্বংস করা শুরু করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অধিদফতরে বর্তমান ও ভবিষ্যত কর্মসূচি অভিহিত করণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করে আরও ভয়াভয় পরিবেশ সৃষ্টি করেছে উল্লেখ করে মহাপরিদর্শক শিবনাথ বলেন, চামড়া শিল্প আগে বুড়িগঙ্গা ধ্বংস করতো, এখন ধ্বলেশ্বরী নদীকে ধ্বংস করা শুরু করেছে। তবে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করে এসব নদী রক্ষার পথ খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, চামড়া শিল্পের কঠিন বর্জ্য নিয়ে বড় ধরনের সমস্য রয়েছে। তবে তরল বর্জ্য নিষ্কাশন ও পরিশোধনে তেমন সমস্যা নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, অধিদফতরের উপ মহাপরিদর্শক মেহেদী হাসান, যুগ্ম মহাপরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।