বাংলাদেশ ব্যাংকে পিএফআই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-৩০ ১৭:৪৬:৪৩
তৈরী পোশাক শিল্পের প্রসারের লক্ষ্যে এ খাতে ভবনের অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগের জন্য উন্নয়ন সহযোগী AFD (Agence Francaise de Developpment) কর্তৃক ৫০ মিলিয়ন ইউরো ঋণ এবং EU, KfW, GIZ কর্তৃক প্রদত্ত অনুদান ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত তহবিল সহ সর্বমোট ১৪.২৯ মিলিয়ন ইউরোর সমন্বয়ে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অধীনে বাস্তবায়িত Program to Support Safety Retrofits and Environmental Upgrades in the Bangladeshi Ready-Made Garment (RMG) Sector Project (SREUP) প্রকল্পটির PFI Agreement Signing অনুষ্ঠান ৩০ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব এস, এম, মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান সহ প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় প্রাক-অর্থায়ন ((Pre-finance) সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিতParticipating Financial Institution হিসেবে পাঁচটি ব্যাংক তথা সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড ও ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এন সি সি ব্যাংক) এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কামাল হোসেন এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. জামালউদ্দিন বক্তব্য প্রদান করেন। ডেপুটি গভর্নর জনাব এস, এম, মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, স্বল্প সুদের হার এবং আর্থিক প্রণোদনার ভিত্তিতে এ প্রকল্পটি একটি ইউনিক প্রকল্প। গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে (৭%) ঋণ দানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হতে যথাযথ সময়ে প্রকল্পটির প্রাক:অর্থায়ন সুবিধা প্রদান করা হবে। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে তৈরী পোশাক শিল্প কারখানা সমূহে ঋণ প্রদান ও যথাযথ মনিটরিং এর দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আশা করেন এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নরে মাধ্যমে বাংলাদশেরে তরৈী পোশাক রপ্তানী খাত আরো গতশিীলতা র্অজন করব।ে ফলে, এ খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং এ খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।
তৈরী পোশাক শিল্প কারখানার মালিকগণ একর্ড, এ্যালায়েন্স ও এনটিপিএ (National Tripartite Plan of Action)কর্তৃক উল্লিখিত কমপ্লায়েন্স জনিত বষিয়ে ভবনের বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপণ ও কাঠামোগত সংস্কারসহ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগের জন্য এ প্রকল্পের আওতায় নির্বাচিত Participating Financial Institution (PFI)-এর মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন। প্রকল্পটির গ্রাহক পর্যায়ে প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ আরোপিত সুদ ৭% হারে ঋণ গ্রহণ করতে পারবে। এছাড়া, ঋণের যথাযথ ব্যবহারকরণকে উৎসাহিত করার লক্ষ্যে ঋণপ্রস্তাব অনুযায়ী যথাযথভাবে কার্যসম্পাদনের সাপেক্ষে ঋণ গ্রহণকারী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দিষ্ট আনুপাতিক হারে আর্থিক প্রনোদনা দেয়া হবে।
এছাড়া, তৈরী পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের আওতায় ঋণ প্রস্তাব তৈরীর জন্য প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলশ্রুতিতে, এ খাতের টেকসই উন্নয়ন ঘটবে যা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় বাংলাদেশের তৈরী পোশাক খাতের সম্ভাবনাকে আরও বেগবান ও টেকসই করবে।