ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট বিক্রি শুরু হবে আগামী ১৯ আগস্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে ১০ টাকা ফেসভেল্যু মূল্যে ন্যূনতম ৫০০টি ইউনিট ক্রয় করতে হবে। যার বাজার মূল্য দাঁড়াবে ৫ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ৫ হাজার ইউনিট ক্রয় করতে হবে। যার বাজার মূল্য দাঁড়াবে ৫০ হাজার টাকা।
এই ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ফান্ডটিতে পপুলার লাইফের অংশ ৫ কোটি টাকা। বাকি ২০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।
ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
উল্লেখ, ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড হচ্ছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দ্বিতীয় ফান্ড। প্রতিষ্ঠানটি এর আগে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্পন্সরশিপে পদ্মা প্রভিডেন্ট ফান্ড শরীয়াহ ইউনিট ফান্ড নামে একটি ফান্ড এনেছে।
সান বিডি/এসকেএস