প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের উৎপাদন-বিপণনে বাধা নেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-৩০ ১৮:৩৪:০৬
বিএসটিআই অনুমোদিত প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। ফলে এই দুই ব্র্যান্ডের দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ৮টি কোম্পানি হাইকোর্টের আদেশ স্থগিত করতে আবেদন করেছিলেন। প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে সোমবার মিল্কভিটার পক্ষেও একই আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত।
মানবদেহে ক্ষতিকর উপাদান সিসা ও এন্টিবায়োটিক রয়েছে এমন প্রতিবেদন পাওয়ার পর রোববার ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাধন, সরবরাহ ও বিক্রির ওপর ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।