
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (জানুয়ারি–জুন,১৯) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫২ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৪২ টাকা বা ৮১ শতাংশ।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৭ টাকা বা ৮৮ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৪৬ টাকায়।
সান বিডি/এসকেএস