দরপতনের শীর্ষে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০১ ১৬:১৯:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩৬৪ বারে ৯৯ হাজার ৯৮৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ ৯১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল সরীআহ ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৫৪ বারে ১৩ লাখ ৫৭ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ ১৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৫ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪২৮ বারে ৯ লাখ ৫৩ হাজার ৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে ডেল্টা স্পিনারস লিমিটেডের ৬ দশমিক ১২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৬ দশমিক ০৬ শতাংশ, কেয়া কসমেটিকস লিমিটেডের ৫ দশমিক ৭১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ৪ দশমিক ৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৫ শতাংশ ও ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর কমেছে।

সান বিডি/এসকেএস