
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৪ হাজার ৫০০ বারে ৭ লাখ ৬২ হাজার ৭১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮ লাখ ৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ্জ টেক্সটাইলসের শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজর ৯২ বারে ৩ লাখ ৪৬ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ ১৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা রানার অটোকারসের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২৩৯ বারে ৮ লাখ ৯৪ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে অ্যারামিট লিমিটেডের ৮ দশমিক ৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, সী পার্ল হোটেল অ্যান্ড স্পার ৮ দশমিক ৪৪ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮ দশমিক ২১ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু জুট স্টাফলারস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭ দশমিক ২১ শতাংশ।
সান বিডি/এসকেএস