ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০১ ১৯:৪৭:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের (ইউপিজিডি) ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এসময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১১ টাকা ৫১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।

সান বিডি/এসকেএস