
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষ দখলে রেখেছে মিউচ্যুাল ফান্ড খাত। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড রয়েছে শীর্ষ স্থানে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহ জুড়ে শেয়ারটির দর কমেছে ৩৭ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সর্বমোট ৪ কোটি ২১ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৪ লাখ ২১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৩৫ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ লাখ ৫৯ হাজার ৬০০টাকা।
তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর কমেছে ২৯ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩ কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ২৮ দশমিক ৪০ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ২৭ দশমিক ৬২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৭ দশমিক ৫৪ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২৭ দশমিক শূন্য ৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৬ দশমিক ৩২ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৫ দশমিক ৪২ শতাংশ দাম কমেছে।
সান বিডি/এসকেএস