দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৪ ১৬:৩৭:০১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৪৭৮ বারে ২ লাখ ৫৭ হাজার ৫৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৮৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৪৮ বারে ৩১ লাখ ৯১ হাজার ৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৯৪১ বারে ১৮ লাখ ১২ হাজার ৮৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১০ লাখ ৪৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের ৭.৫০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৩২ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৬.১৯ শতাংশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৬.০৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৮৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৮১ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৫.৭৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












