কপারটেকের কমেছে ইপিএস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৪ ১৬:৩৯:৪৬

আগামীকাল ৫ আগস্ট সোমবার লেনদেন শুরু করতে যাওয় কপারটেক ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই‘১৮-মার্চ‘১৯) ব্যবসায় নিট মুনাফা বেড়েছে ৭ শতাংশ। তবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৪৬ শতাংশ। কোম্পানির পরিশোধিত মূলধন বা শেয়ারের তুলনায় মুনাফা কম বৃদ্ধি পাওয়ায় ইপিএসে এই ধস নেমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফায় এই চিত্র দেখা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ০.৮৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ১.৬২ টাকা। এ হিসাবে মুনাফা ৭ শতাংশ বেড়েছে এবং ইপিএস কমেছে ৪৬ শতাংশ।
এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৯) কপারটেকের মুনাফা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা বা ইপিএস ০.২৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৮১ লাখ ১০ হাজার টাকা বা ইপিএস ০.৪১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ এবং ইপিএস কমেছে ২৯ শতাংশ।
উল্লেখ্য, কপারটেক ইন্ডাস্ট্রিজের চলতি বছরের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১২.৮৭ টাকা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় কমে দাড়াঁয় ১১.৯১ টাকায়।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













