
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উটে এসেছে আলহাজ্ব টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ১ হাজার ৬১৩ বারে ৮ লাখ ৭৬ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ । শেয়ারটি সর্বশেষ ১২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭১৮ বারে ১ লাখ ৮৩ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ ৯৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। শেয়ার সর্বশেষ ৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২০৬ বারে ৮ লাখ ১৫ হাজার ২৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ ৪৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও মুন্নু জুট স্টাফলারস লিমিটেড।
সান বিডি/এসকেএস