প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেলের গঠিত টিম মনিটরিং করবে। হাটে অসুস্থ পশু কেনাবেচা বন্ধে তাদের কঠোর অবস্থান থাকবে।কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন পশুর হাটে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৫০০ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।
মঙ্গলবার (৬ আগস্ট) প্রাণিসম্পদ অধিদফতর জানান, মেডিকেল টিমগুলো ঢাকার পশুর হাটগুলোতে ঈদের আগে ৩ দিন এবং ঢাকার বাইরে ৫ দিন অবস্থান করবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার দেশে ১ কোটি ৮ লাখ গবাদিপশু কোরবানি হতে পারে।
পশুর হাটের হাসিল ঘরের পাশেই বসবে মেডিকেল টিম। সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু না ঢোকে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক।
তিনি আরও বলেন, ঢাকায় ২৫টি হাটে ২৭টি মেডিকেল টিম থাকবে। অন্যান্য হাটগুলোতে একটি করে টিম থাকবে। এবার দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৮ হাজার।
সান বিডি/সাই