
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির ৪৩ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১৫ কোটি ৬৬ লাখ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪ কোটি ২৯ লাখ, ব্র্যাক ব্যাংক ১ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১ কোটি ৪২ লাখ ৯৯ হাজার, এইচ. আর.টেক্সটাইলস ১২ লাখ ৭৫ হাজার, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ৫ লাখ ১১ হাজার, নাভানা সিএনজি লিমিটেড ৪৩ লাখ ৯৩ হাজার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ৭৬ লাখ ৬২ হাজার, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ৫ লাখ ৪০ হাজার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ২ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস