পূবালী ব্যাংক সিকিউরিটিজের এমডি হলেন আহসান উল্লাহ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৮-০৬ ২১:১৩:৫২

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিলেন মুহাম্মদ আহসান উল্লাহ। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেছেন।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন মুহাম্মদ আহসান উল্লাহ পূবালী ব্যাংক সিকিউরিটিজের দায়িত্ব গ্রহণ করছেন। তিনি এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের বিভিন্ন কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সংগঠনের। কাজ করছেন সমাজ উন্নয়নে।
মুহাম্মদ আহসান উল্লাহ পূবালী ব্যাংক সিকিউরিটিজের দায়িত্ব গ্রহণ করার আগে গ্রামীন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ এবং এনসিসিবি সিকিউরিটেজ অ্যান্ড ফাইন্যান্সিল সাভিস লিমিটেরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কাজ করেছেন।
কাজ করেছেন ট্রাস্ট ব্যাংক,প্রাইম ব্যাংক, এবি ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। বর্তমান তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













