নতুন এমডির সন্ধানে ডিএসই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৮-০৭ ১০:১৭:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের খোঁজে নেমেছে। আগামী ১লা সেপ্টেম্বর আবেদন করার শেষ দিন। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক বৈঠকে নতুন এমডি নেওয়ার বিষয়ে সিদ্ধিান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে গত ১১ জুলাই মেয়াদ শেষ হয়েছে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানের। এর পর থেকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী।
জানা গেছে,২০১৬ সালের ৩০ জুন অনুষ্ঠিত বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় ডিএসই’র এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন পান মোহাম্মদ মাজেদুর রহমান। ঐ বছর ১২ জুলাই তিনি কাজে যোগ দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩-এর সংশ্লিষ্ট প্রবিধানগুলো পরিপালন সাপেক্ষ তাকে নিয়োগ দেওয়া হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













