চট্টগ্রামে অপহরণের পর ইয়াছিন আরাফাত (৭) নামের এক শিশুকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে তিন আসামির উপস্থিতিতে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. ফারুক, মো. আনোয়ার, মো. ইদ্রিস ও মো. সুজন। তাঁদের মধ্যে সুজন পলাতক।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় চারজনকে দণ্ডবিধিতে ফাঁসির আদেশ, নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় যাবজ্জীবন, পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তবে সব সাজা একসঙ্গে চলবে। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় রাবিয়া বেগম নামের এক নারীকে বেকসুর খালাস দেন আদালত।
সানবিডি/ঢাকা/এসএস