দর বৃদ্ধির শীর্ষ আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৭ ১৬:০৭:২৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষ উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৪১ শতাংশ।  শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৮৯ বারে ২ লাখ ৪৮ হাজার ৬৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ ৩২ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫১১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫ হাজার ৫৯ বারে ৫ লাখ ৮ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ২৯ শতাংশ। শেয়ার সর্বশেষ ৩৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৬২ বারে ১ লাখ ৫৬ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সের ৫ দশমিক ২২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০১ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ, এসিআই লিমিটেডের ৪ দশমিক ৮৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪ দশমিক ২৭ শতাংশ ও শাহ্জালাল ইসলামি ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ৭৫ শতাংশ দর বেড়েছে।

সান বিডি/এসকেএস