১৪৪০ হিজরি সালের হজ পালনে তিউনেশিয়ার সর্বশেষ হজ ফ্লাইট অবতরণের মাধ্যমে গত সোমবার হজে আগমনকারীদের সৌদি প্রবেশ সম্পন্ন হলো। এরই মধ্যে পবিত্র নগরী মক্কায় ১৮ লাখেরও বেশি হাজি এসে পৌছেছেন। হাজিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা চত্ত্বর। খবর আরব নিউজ।
এ বছর প্রত্যেক হাজি নিজ নিজ দেশের বিমানবন্দর থেকেই যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। মক্কা রুট ইনিশিয়েটিভ ব্যবহার করে ঝামেলাহীন নির্বিঘ্ন হজযাত্রায় মক্কা পৌঁছেছেন।
আগামী ১০ আগস্ট শনিবার পালিত হবে পবিত্র হজ। ৮ আগস্ট কাবা শরিফে হজ পালনকারীদের করণীয় সম্পর্কে বয়ান পেশ করা হবে। ৯ আগস্ট মক্কা থেকে ইহরাম বেধে মিনার উদ্দেশ্যে রওয়ানা হবে হজ পালনকারীরা। সেখানে তারা জোহর নামাজ আদায় করবেন।
১০ আগস্ট সকালে আরাফাহ বিশ্ব মুসলিম সম্মিলনে যোগ দেবে মুসলিম উম্মাহ। সারাবিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানরা পালন করবেন পবিত্র হজ। শনিবার আরাফাতের ময়দানে যাওয়ার আগে ঐতিহাসিক মিনা প্রান্তরে এসব হাজিরা বিশ্রাম গ্রহণ করবেন।
গত ৭ আগস্ট (বুধবার) সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের প্রধান জানান, ‘এ বছর বিমানে ১৭ লাখ ২৫ হাজার ৪৫৫ জন, সড়কপথে ৯৫ হাজার ৬৩৪ জন, নৌপথে ১৭হাজার ২৫০ জন হজযাত্রী সৌদি আর পৌছেছেন। সৌদি আরব ছাড়া সারাবিশ্ব থেকে আগত হজযাত্রীর সংখ্যা দাঁড়ায় ১৮ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন।
লাখো হজপালনকারীর পদচারণা ও লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা। যারা আগামী ১০ আগস্ট আল্লাহর নির্দেশ পালনে জাবালে রহমতের পাদদেশ আরাফাতের ময়দানে উপস্থিত হবে। পালন করবে পবিত্র হজ।
আল্লাহ তাআলা সব হাজিদের হজকে কবুল করুন। সবাইকে দান করুন হজে মাবরূর। দান করুন গোনাহমুক্ত নিষ্পাপ জীবন। আমিন।