৯ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বেড়েছে ১০ বছর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৮ ১১:৫৯:২৪
সম্পদ ব্যবস্থাপক বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল পরিচালিত ৯ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে। সম্পদ ব্যবস্থাপক রেস ম্যানেজমেন্ট জানিয়েছে, বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়িয়েছে।
ফান্ডগুলো হলো – ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ২৬ জানুয়ারি, ২০৩০ সাল পর্যন্ত চলবে। আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ৩১ মার্চ, ২০৩০ সাল পর্যন্ত চলবে। ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ১৯ সেপ্টেম্বর, ২০৩০ সাল পর্যন্ত চলবে। ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি, ২০৩২ সাল পর্যন্ত চলবে।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আগামী ২৬ জুন,২০৩৩ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আগামী ১৮ অক্টোবর ২০৩০ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আগামী ২৪ নভেম্বর, ২০৩০ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড আগামী ১৫ মে, ২০৩১ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এছাড়া এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ১০ জানুয়ারি, ২০৩২ সাল পর্যন্ত চলবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













