শুক্র, শনি এবং রবিবার পুরোদমে জমবে পশুর হাট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৮ ১৩:১২:৫২

দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত রাজধানীর ১৮টি কোরবানির পশুর হাট।
সব কটি হাটে পর্যাপ্তসংখ্যক পশু রয়েছে। তবে এখনো জমে ওঠেনি কেনাকাটা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, শুক্রবার থেকে পুরোদমে জমে উঠবে পশুর হাটগুলো।
ঢাকায় পশু রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় দামে কম পেলেও এখনো পশু কেনায় ক্রেতাদের আগ্রহ কম। আগামী শনি ও রবিবার সবচেয়ে বেশি পশু বিক্রি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
শুক্র, শনি এবং রবিবার—এই তিন দিন অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আর হাট বসানোর প্রস্তুতির জন্য আরো দুই দিন পেয়েছেন ইজারাদাররা। তবে আগস্টের প্রথম দিন থেকেই পশুর হাটগুলোতে গরু, ছাগল, দুম্বা, মহিষসহ অন্য পশু আনা শুরু হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













