ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৮ ১৫:৩৫:২৪

সপ্তাহের ও ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই ) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির সাড়ে ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৩১ লাখ ৮৪ হাজার ৫৮৩টি শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ৬৫ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার কনফিডেন্স সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওয়াটা কেমিক্যালের।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ৪৭ লাখ ৫৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ১৫ লাখ ৩০ হাজার টাকার, সিনোবাংলার ৯৭ লাখ ১২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












