
সপ্তাহের ও ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর আজ বেড়েছে ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৩৪৪ বারে ১৭ লাখ ১৭ হাজার ৬৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৫১ বারে ৫ লাখ ২৪ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ ৫৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৮৬ বারে ১ লাখ ৩৪ হাজার ৫০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ ৩৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল সরীয়াহ ফান্ডের ৮ দশমিক ৮৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৪০ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩১ শতাংশ ও ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সান বিডি/এসকেএস